ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় করোনা উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
শৈলকুপায় করোনা উপর্সগ নিয়ে এক ব্যক্তির মৃত্যু 

ঝিনাইদহ: করোনা উপর্সগ নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার মীনগ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফনের কাজ সম্পন্ন করা হয়। সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রফিকুল ওই গ্রামের খেলাফত জোয়ার্রদারের ছেলে।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরচিালক মো. আব্দুল হামদি খান বাংলানিউজকে জানান, করোনা উপর্সগ নিয়ে সোমবার (৬ জুলাই) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন রফিকুল। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) সরোজ কুমার নাথের অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে বিকেলে তার দাফনের কাজ সম্পন্ন করেন জেলা ইসলামিক ফাউন্ডেশন গঠিতি কমিটির সদস্যরা। মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।