ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজৈর থানার ওসি শওকত জাহানকে প্রত্যাহার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
রাজৈর থানার ওসি শওকত জাহানকে প্রত্যাহার     

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত জাহানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও নির্দোষ মানুষকে অকারণে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিলেন রাজৈরবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ জারি করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

পরে বিকেলে আদেশের চিঠি থানায় পৌঁছানো হয়। তবে এখনো ওসি শওকত জাহানের স্থলে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে ওসি শওকত জাহানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।