ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএমএ সভাপতি মোস্তফা জালালের করোনা জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
বিএমএ সভাপতি মোস্তফা জালালের করোনা জয়

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে বলা হয়, মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা ভাইরাস সংক্রমিত হয়ে দীর্ঘ ১৮ দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার পুনরায় নমুনা পরীক্ষা করলে কোভিড-১৯ নেগেটিভ আসে।

এতে আরও বলা হয়, দেশের সর্বস্তরের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ীদের দোয়া ও প্রার্থনায় তিনি এখন সুস্থ আছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার আগ থেকেই তা বিস্তার রোধে তার নেতৃত্বে বিএমএ নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও দেশের বিভিন্ন জেলায় চিকিৎসকদের জন্য পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।