ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিকাশে প্রতারণা, হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
সিলেটে বিকাশে প্রতারণা, হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

সিলেট: সিলেটে বিকাশে প্রতারণার মাধ্যমে মরিয়ম বেগম কলি নামে এক নারীর ৭২ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র।
 

মঙ্গলবার (৭ জুলাই) হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
 
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


 
পুলিশ জানায়, গত ২৮ জুন প্রতারকচক্রের লোকজন বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে ৭২ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মরিয়ম কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ওই নারীকে ফেরত দেয়।
 
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।