ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
বান্দরবানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: বান্দরবানে সন্ত্রাসী হামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংস্কারপন্থি এমএন লারমা গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গাসহ ছয় নেতাকর্মীর প্রাণহানির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ কর্মসূচি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জনসংহতি সমিতির জেলা সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, জকি চাকমা, দীপন চাকমা, জিনিত চাকমা।  

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।  

উল্লেখ্য, বান্দরবানের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমাসহ পাঁচজনই খাগড়াছড়ির বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad