ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা রোধে চুয়াডাঙ্গায় লাখ পিস মাস্ক বিতরণ করবে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
করোনা রোধে চুয়াডাঙ্গায় লাখ পিস মাস্ক বিতরণ করবে পুলিশ

চুয়াডাঙ্গা: করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় এক লাখ পিস মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে মাস্ক বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।  

প্রথম দিন স্বাস্থ্যবিধি মেনে প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

 

মাস্ক বিতরণের উদ্বোধন শেষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, করোনার এ সংকটময় সময়ে আমরা দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বেশ কিছু ইতিবাচক কাজ করেছি। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক সদস্য আক্রান্ত হয়েছেন। তারপরও আমাদের দায়িত্ব ও কর্তব্য চালিয়ে যাচ্ছি। বর্তমানে করোনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় জেলা পুলিশ জনগণকে সচেতন করার পাশাপাশি অসচ্ছলদের মধ্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে।  চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণ করছে পুলিশ, ছবি: বাংলানিউজ

প্রাথমিকভাবে এক লাখ মাস্ক বিতরণ করা হবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, শুধু জেলা শহরে নয়, জেলার প্রতিটি প্রান্তরে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হবে।  

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব হাসান ও ইন্সপেক্টর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।