ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুলাই ৭, ২০২০
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাদল মাস্টার নামে বাল্কহেডের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বাংলানিউজকে জানান, জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে গেছে।

এতে বাল্কহেডে থাকা বাদল মাস্টার পানিতে নিখোঁজ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেডটি উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।