ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলে দেওয়া হলো শেরপুর সেতু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
খুলে দেওয়া হলো শেরপুর সেতু

সিলেট: চারদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু।

মঙ্গলবার (০৭ জুলাই) সকাল থেকে সেতুটি দিয়ে যানবাহন চলাচল শুরু করেছে।  

সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারে শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারে কাগজপুর সেতুর ডেকস্ল্যাব ক্ষতিগ্রস্ত ছিল।

তা মেরামতের জন্য গত ৩ জুলাই থেকে শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সড়কের সিলেটের অংশে ঢাকার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ হয়ে বিকল্প পথে যানবাহন চলাচল অব্যাহত ছিল। অবশেষে সকাল থেকে সেতুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad