ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর: পিরাজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।  
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন/চার দিন আগে ওই বৃদ্ধের হালকা জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়।

পরে তাকে স্থানীয় বাজার থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়। এর মধ্যে গত রোববার তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে স্থানীয় দধিভাঙ্গা বাজার থেকে ওষুধ কিনে খাওয়ালে জ্বর না কমায় সোমবার  (৬ জুলাই) বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।  কিন্তু ওই ব্যক্তি  বরিশাল যেতে রাজি না হওয়ায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।  

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. ফেরদাউস ইসলাম বাংলানিউজকে জানান, দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে বরিশাল নিয়ে যেতে বললেও তাকে সেখানে নেওয়া হয়নি। পরে বাড়িতেই তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।