ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো বেবিচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
তিন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো বেবিচক

ঢাকা: বাংলাদেশ থেকে এবার তুরস্ক, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (৭ জুলাই) বেবিচক সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, পূর্বে জারি করা নিষেধাজ্ঞা থেকে বাদ পড়েছে তুরস্ক, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া।

অর্থাৎ এ তিন দেশের যাত্রীবাহী প্লেন বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে পারবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকি দেশগুলো কেবল বাংলাদেশে কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad