ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকার আবুল কায়সার (৭২) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরআগে, রোববার (০৫ জুলাই) রাত দেড়টার দিকে তিনি উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।  

অপরদিকে, প্রায় একইসময়ে বরিশাল সদরের কাউয়ারচর এলাকার আ. রাজ্জাক (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে, সন্ধ্যা ৬টার দিকে তিনি উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে জানা যাবে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলশন ৪৭ জন করোনা পজেটিভ রোগীসহ ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত এ হাসপাতালের  করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ১১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৫ জন করোনায় আক্রান্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।