ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
ডলার প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

যশোর: যশোরে ডলার প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৬ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিং করে যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (০৫ জুলাই) রাতে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের কামাল শেখ (৪৫), একই গ্রামের সেন্টু শেখ (২৯) ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের ফরিদ শেখ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার ৫শ’ টাকা, পেপারযুক্ত চার ডলার ও ২শ’ দিনার, গামছা পেচানো পেপার ও একটি ব্যাগ, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবির ওসি মারুফ আহমেদ জানান, রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল ও ডিবি পরিদর্শক সৌমেন দাসের নেতৃত্বে একটি টিম ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মকসুদপুর এলাকা থেকে ডলার বিক্রি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ৫ জুলাই কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
ইউজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।