ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মামুন আহমেদ চৌধুরী (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর সরকারি অফিসার্স কোয়াটারে এ ঘটনা ঘটে। মামুন সিলেট ছাতক উপজেলার মো. রাসেল মিয়ার ছোট ছেলে ও মতিঝিল সরকারি প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

মামুন বর্তমানে শাজাহানপুর গভর্মেন্ট অফিসার্স কোয়ার্টারের একটি ভবনে মা শিরিন আক্তারের সঙ্গে থাকতো।

নিহত মামুনের মামা খালেদ আহমেদ বাংলানিউজকে জানান, ওই কোয়াটারের ১২ নম্বর ভবনের পাঁচতলার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে মামুন হঠাৎ ছাদ থেকে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় মামুনের সঙ্গে ছাদে আরো কেউ ছিল কি না এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাজাহানপুর থানায় অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।