ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো নীলফামারী পৌর মেয়রকে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো নীলফামারী পৌর মেয়রকে 

নীলফামারী: করোনা আক্রান্ত নীলফামারী পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি, মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশন অব বাংলা ও নীলফামারী পৌর মেয়র জননেতা কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

সোমবার বিকেলে (৬ জুলাই) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

কোভিড-১৯ (করোনা পজিটিভ) এ আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের পক্ষ তার জন্য দোয়া কামনা করা হয়েছে।  

করোনা শুরু হওয়ার পর থেকে মেয়র দেওয়ান কামাল আহমেদ পৌর এলাকার এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল তার কার্যক্রম।  

এছাড়া মশা নিধনে নিজ হাতে ফগার মেশিন, জীবণুনাশক স্প্রে, লিফলেট বিতরণ, পৌর শহরের বিভিন্ন স্থানে হাত ধোঁয়ার বেসিন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সালিশ বৈঠক পরিচালনা করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।