ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রীসহ ক্রেস্ট সিকিউরিটির চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
স্ত্রীসহ ক্রেস্ট সিকিউরিটির চেয়ারম্যান আটক

ঢাকা: প্রতারণা করে অর্থআত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য (রমনা) বিভাগ।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর- নোয়াখালীর লক্ষীপুরের মাইজদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপি গোয়েন্দা ও অপরাধ তথ্য (রমনা) বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের শতশত গ্রাহকের টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে। এরপর তারা দুইজনই আত্মগোপনে চলে যান। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেড প্রতিষ্ঠানটি মূলত একটি স্টক ব্রোকারেজ ফার্ম। রাজধানীর পল্টন ও জনসন রোডে দু’টি অফিস রয়েছে। এছাড়া প্রগতি সরণি, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় প্রতিষ্ঠানটির শাখা অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।