ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
কুমিল্লায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়ালো

কুমিল্লা: কুমিল্লা জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। শেষ ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ জনে। এছাড়া সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশনের ১১ জন, আদর্শ সদরের ২ জন, দাউদকান্দিতে ৬ জন, লাকসামে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ৫ জন, মনোহরগঞ্জে ১৩ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩ জন, হোমনায় ১৩ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৬ জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণের ৮ জন রয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭২ জন। মোট সুস্থ ১ হাজার ৮৩৪ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত এ জেলা থেকে ২০ হাজার ৩৫৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৭৮০ জনের। এর মধ্যে ৪ হাজার ২৫ জনের করোনা পজিটিভ এসেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।