ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ২ টন পলিথিন শপিংব্যাগ জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
গাজীপুরে ২ টন পলিথিন শপিংব্যাগ জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাজার এলাকায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাজার এলাকায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় পাঁচ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পরে ভোগড়া বাজার এলাকায় পাঁচটি দোকান/গুদাম থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়। এসময় দোকান মালিক সোহাগ, মো. রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউরকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।