ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে বাসচাপায় ৫ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
বীরগঞ্জে বাসচাপায় ৫ জন নিহত

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

সোমবার (০৬ জুলাই) দুপুর ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, দুপুরে যাত্রীবাহী বিআরটিসির একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ২৫ মাইল বাজারে বাসটি একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার জন ও হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।  

এছাড়াও চার্জার ভ্যানের আহত অপর দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছ গিয়ে ধাক্কা খায়।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।