ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনায় নার্সসহ আরও ৩ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
সিলেটে করোনায় নার্সসহ আরও ৩ জনের মৃত্যু

সিলেট: করোনায় এবার সিলেটে নার্সসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই হাসপাতালের নার্স নাসিমা পারভীন। এর আগে রাতে ময়মুন নেছা নামে আরেক নারীর মৃত্যু হয়।

শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নার্স নাসিমা পারভীন ও ময়মুন নেছা করোনা আক্রান্ত ছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়াতে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ময়মুন রাতে ও নাসিমা সকালে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।  

সূত্র জানায়, গত ৫ এপ্রিল থেকে এ যাবৎ সিলেটে মারা যাওয়া ৯০ জনের মধ্যে ৭০ জনই সিলেটের। সুনামগঞ্জের আটজন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ছয়জন করে।

ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, এ যাবৎ হাসপাতালে ৯৩ জন চিকিৎসাধীন। এরমধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ। বাকিরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আইসিইউতে ১৪ জন চিকিৎসাধীন। এরমধ্যে দু’জন মারা যাওয়াতে এখন ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বিভাগে বর্তমানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২৬২ জন। এরমধ্যে সিলেট জেলায় দুই হাজার ৮০৯ জন, সুনামগঞ্জে এক হাজার ৯২ জন, হবিগঞ্জে ৮০৪ জন ও মৌলভীবাজারে ৫৫৭ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৮০২ জন। এরমধ্যে সিলেটে ৫৪৭ জন, সুনামগঞ্জে ৬৫৬ জন, হবিগঞ্জে ৩১৭ জন ও মৌলভীবাজারে ২৮২ জন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।