ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের এএসপি আবির করোনা আক্রান্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
মাদারীপুরের এএসপি আবির করোনা আক্রান্ত 

মাদারীপুর: মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় তিনিসহ নতুন করে মোট ৩৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে।  

রোববার (৫ জুলাই) বিকেলে মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  

নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদর উপজেলায় ২২, শিবচরে ৮, কালকিনিতে ৪ এবং রাজৈর উপজেলার ৫ জন রয়েছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ৩৯ জনসহ এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭১ জনে। নতুন আরও ৫০ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৪১০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৩ জন।  

জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যাবিদ মীর রিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হান্নান জানান, মাদারীপুরের এএসপি আবির হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো উপসর্গ নেই। ভালো আছেন তিনি এবং বাসায় আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।