ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের জন্য চাল সহায়তা দিলো চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
রোহিঙ্গাদের জন্য চাল সহায়তা দিলো চীন রোহিঙ্গাদের জন্য চাল সহায়তা দিয়েছে চীন

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চাল সহায়তা দিয়েছে চীন। রোহিঙ্গাদের জন্য তিন দফায় ১৩১৮ মেট্রিক টন চাল দিয়েছে দেশটি।

রোববার (৫ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনা দূতাবাস জানায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তিন দফায় ১৩১৮ মেট্রিক টন চাল সহায়তা দিয়েছে চীন।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহয়তা হিসেবে বাংলাদেশ সরকারের মাধ্যমে চীনের দেয়া এই চালের মধ্যে ইতোমধ্যেই ৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বাকি ৬১৮ মেট্রিক টন চাল শিগগিরই বিতরণ করা হবে।

আগামীতে আরও দুই দফায় রোহিঙ্গাদের জন্য ১২৩৬ মেট্রিক টন চাল দেবে চীন। করোনাভাইরাসের প্রেক্ষিতে রোহিঙ্গাদের সহায়তার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে চীন সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০ 
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।