ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় এবার নৌকাডুবে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
বুড়িগঙ্গায় এবার নৌকাডুবে যুবক নিখোঁজ

ঢাকা: ঢাকার বুড়িগঙ্গায় এবার লঞ্চের ধাক্কায় যাত্রী পারাপারে ব্যবহৃত ছোট নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ইসরাফিল নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে সদরঘাটের বাদামতলী ঘাট এলাকায় মিরাজ-৬ নামে একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এরপর থেকে ঘটনাস্থলে নিখোঁজ ওই যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে কেরাণীগঞ্জ থেকে বাদামতলী ঘাটের দিকে যাত্রীসহ একটি ছোট নৌকা আসছিলো। এ সময় মিরাজ-৬ নামে একটি লঞ্চ ঘাটের দিকে এলে পেছনের দিকে ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন অফিসার মালেক মোল্লা বাংলানিউজকে জানান, ঘটনার পর দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। নৌকাটিতে মাঝিসহ সাতজন ছিলেন। এর মধ্যে ছয় জনই সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলে একজন নিখোঁজ বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।