ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারেক মো. আরিফুল ইসলাম বিসিএস ফরেন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

তিনি এর আগে বাংলাদেশের কলকাতা মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রিয়াজ হামিদুল্লাহ। এখন তারেক মো. আরিফুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০ 
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।