ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ভুয়া এনএসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
শিবগঞ্জে ভুয়া এনএসআই আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে এনএসআই পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা সংস্থা।

রোববার (০৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।  

আটক ভুয়া এনএসআই হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।

এনএসআই'র উপ-পরিচালক মোরশেদ আলম বাংলানিউজকে জানান, এনএসআই'র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটক জয়নুল রোববার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে ঢুকে বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে অর্থ দাবি করেন। এসময় কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দেন। পরে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই'র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া এনএসআইকে হাতেনাতে আটক করেন।

এরপর বিকেল ৩টার দিকে এনএসআই'র উপ-পরিচালক মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি আটক জয়নুল আবেদিনের বিষয়ে আইননুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।