ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান

ঢাকা: ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন লি জ্যাং কেয়ান। তিনি সোমবার (৬ জুলাই) ঢাকায় আসবেন।

রোববার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক লি জ্যাং কেয়ান জেনেভায় জাতিসংঘে স্থায়ী মিশনে কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।

এছাড়া তিনি অস্ট্রিয়া, হাঙ্গেরি, মরোক্কো ও নিউইয়র্কের জাতিসংঘের কোরিয়া মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং ইলের স্থলাভিষিক্ত হচ্ছেন লি জ্যাং কেয়ান।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।