ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে একজনের মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে একজনের মৃত্যু!

ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে অচেতন অবস্থায় ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৫ জুলাই) শেরেবাংলা নগর থানার (এসআই) গৌতম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সনদপত্রে চিকিৎসকরা লিখেছেন, ‘আননোন পয়জোনিং’য়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  

পুলিশ ধারণা করছে, অজ্ঞান পার্টির খপ্পরে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতদেহ সোহরাওয়ার্দী  হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এজেডএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।