ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
হবিগঞ্জে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ: হবিগঞ্জে নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৪ জনে।

রোববার (৫ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, নতুন আক্রান্ত ৪৫ জনের মধ্যে হবিগঞ্জ সদরে ১৭, মাধবপুরে নয়, নবীগঞ্জে সাত, চুনারুঘাটে ছয়, বানিয়াচংয়ে পাঁচ ও বাহুবল উপজেলায় একজন রয়েছেন।

এদের মধ্যে স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন কয়েকজন।  

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১ এপ্রিল থেকে হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন। মারা গেছেন ছয়জন। তবে মারা যাওয়াদের মধ্যে দু’জন ছিলেন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।