ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে লাখ টাকার চেক পেল বিজ্ঞান ক্লাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
কাপ্তাইয়ে লাখ টাকার চেক পেল বিজ্ঞান ক্লাব

রাঙামাটি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। 

রোববার (০৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ কক্ষে এই চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী প্রজন্মকে আরও বেশি বিজ্ঞানমুখী করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই প্রয়াস।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।