ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী

ঢাকা: করোনা সংকটকালীন সময়ে পাটকল বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। একইসঙ্গে এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

রোববার (০৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে নেতারা অবিলম্বে পাটকল বন্ধের ঘোষণা প্রত্যাহার করে এই শিল্পকে বাঁচাতে পাটকলগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আশরাফ আলী আকন বলেন, বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ পাট ও পাটকল। আর এসব পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মানি না। বর্তমানে করোনা সংকটে এই পরিবেশবান্ধব শিল্পের চাহিদা বেড়েছে। তাই দ্রুত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক সাইফ মোহাম্মদ সালমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।