ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে করোনায় আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
সৈয়দপুরে করোনায় আরও একজনের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মো. আজমিরুজ্জামান (৫১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

রোববার (৫ জুলাই) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

তার বাড়ি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার হাজি কলোনি মহল্লায়।

এ নিয়ে সৈয়দপুরে করোনায় তিনজনের মৃত্যু হলো।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান হোসেন রনী জানান, গত ৩০ জুন মো. আজমিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার নমুনা সংগ্রহ করে ওই মেডিকেল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে নেওয়া হয়। গত ২ জুলাই তার কোভিড-১৯ পজেটিভ ফলাফল আসে। তিনি ওই হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় রোববার সকালে মারা যান।

গাউসিয়া কমিটির উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে হাজি কলোনির মাঠে নামাজে জানাজা শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, সৈয়দপুরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩। এর মধ্যে ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন তিনজন। বাকিরা হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।