ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার (ঢাকা): সাভারের বলিয়াপুরে যাত্রীবাহী বাসের চাপায় সুরাইয়া (৪০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (০৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সুরাইয়া মানিকগঞ্জ জেলা থানার আটি গ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে।

তিনি সাভারের অবনী ফ্যাশন নামের পোশাক কারখানায় অপারেট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে কারখানায় যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন সুরাইয়া। এসময় অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad