ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
মাগুরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মাগুরা: মাগুরার ভায়না এলাকার চোপদার পাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) ভোর ৪টার দিকে নিজ বাড়িতে তার মুত্যু হয়।

মৃত বৃদ্ধের নিকট আত্মীয় মকলেছুর রহমান বলেন, বেশ কিছু দিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন।

গতকাল শনিবার তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়।  

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানিয়েছেন, শহরের ভায়না এলাকায় এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মারা গেছে বলে শুনেছি। শনিবার তার শরীরের নমুনা সংগ্রহ করে খুলনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোট এলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad