ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিধি না মানায় রাজধানীতে ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
বিধি না মানায় রাজধানীতে ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠপ্রশাসনের সঙ্গে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার (০৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

ডিএমপি সূত্র জানায়, গুলশানের পাঁচটি দোকান ও ১৫ ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩০টি মামলায় পাঁচটি দোকান ও ২৫ জন ব্যক্তিকে ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে মতিঝিল এলাকায় মাস্ক ব্যবহার না করায় চার জনকে ৪০০ টাকা, ওয়ারী এলাকায় ছয়জনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।