ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আল-মারকাজুলকে এক লাখ টাকা অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
আল-মারকাজুলকে এক লাখ টাকা অনুদান

ঢাকা: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফনে এগিয়ে আসা সংগঠন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশকে এক লাখ টাকা অনুদান দিয়েছে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালমনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

শনিবার (০৪ জুলাই) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এমএএম ইয়াহিয়া খন্দকার আল-মারকাজুলের পরিচালক আব্দুর রহমানেরর কাছে নগদ এক লাখ টাকা তুলে দেন।

সংগঠনটি জানায়, আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের নানা ধরনের সামাজিক কার্যক্রম নজরে এসেছে।

করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে কেউ মৃত ব্যক্তির জানাজা ও দাফনে যেতেও ভয় পাচ্ছে। আর এই সময়ে আল-মারকাজুল মরদেহের গোসল, কাফনের কাপড় পরানো ও দাফনের দায়িত্বে এগিয়ে এসেছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা আক্রান্তদের দাফনের জন্য আল-মারকাজুলকে নগদ এক লাখ টাকার আর্থিক সহায়তা দেয় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।