ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, জুলাই ৪, ২০২০
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নারায়ণগঞ্জ: মদনপুর-জয়দেবপুর সড়কের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় ট্রাকের ধাক্কায় শাহজালাল মৃধা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শাহজালাল মৃধা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইদ্রিস আলী মৃধার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা বাইপাস সড়কের বস্তল এলাকায় শনিবার সন্ধ্যায় শাহজালাল মৃধা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বিপরীতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।