ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ৩০০ বানভাসী পরিবারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
কুড়িগ্রামে ৩০০ বানভাসী পরিবারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ তিনশ’ বানভাসী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া তিনশ’ বানভাসী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া।

শনিবার (৪ জুলাই) দুপুরে সেনাবাহিনীর ৭২ ও ৩০ ব্রিগেডের ব্যাবস্থাপনায় কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নেওয়া বানভাসীদের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবণ তেল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এসময় ক্যাপ্টেন মিজান উর রশীদ ভুঁইয়া, লেফটেন্যান্ট ইজাজ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মোর্শেদ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে ক্যাপ্টেন মিজান উর রশীদ ভুঁইয়া বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণ করলেও সেইসঙ্গে তাদের মনে করিয়ে দিচ্ছি যে এ বন্যা কবলিত অবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা ভুলে গেলে হবে না। সেই বিষয়ে আমরা তাদের উদ্বুদ্ধ করছি। সামাজিক দূরত্ব যাতে তারা মেনে চলেন সেটিও আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি। একইসঙ্গে আমাদের বন্যা ও করোনার যে কার্যক্রম আছে, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এ মূলমন্ত্র সামনে রেখে আমরা উভয় দুর্যোগকে মোকাবিলা করার চেষ্টা করছি। ’

বাংলাদশে সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ