ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার ২ আসামি গ্রেফতার

বগুড়া: বগুড়ায় ১৫টি মামলার দুই আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (০৪ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকার মৃত রমজান আলীর ছেলে হযরত আলী (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার বেলভুজা এলাকার মৃত সাদেক আলীর ছেলে মজিবুর রহমান (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমানমোড় এলাকায় ছিনতাই করার সময় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, দ্রুত বিচার, ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। অপরদিকে, একই অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।