ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনের মেঘনায় ডাকাতি, জাল-ট্রলার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
তজুমদ্দিনের মেঘনায় ডাকাতি, জাল-ট্রলার লুট

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩ লক্ষাধিক টাকার মাছ ও জাল লুট করে নিয়ে গেছে দস্যুরা। 

শনিবার (৪ জুলাই) ভোর রাতের দিকে মেঘনায় ডাকাতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।  

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, মেঘনা নদীতে মাছ ধরা শেষে করে ভুট্টু মাঝিসহ অন্যরা ট্রলার নিয়ে ভোলার দিকে ফিরছিলেন।

এ সময় একদল দস্যু আতর্কিত হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে এবং তাদের জিম্মি করে রাখে। এ সময় কয়েকজন জেলে ও মাঝি সামান্য আহত হন।  

দুপুরের দিকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আহত জেলেরা। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় অভিযোগ আসেনি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad