ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

নরসিংদী: নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) রাতে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড থেকে ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়।  

শনিবার (৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সেতারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, গত সোমবার ২৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় ৪ মাদক বিক্রেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ইয়াবা উদ্ধারের সূত্র ধরে জেলা পুলিশের একাধিক টিম সঙ্ঘবদ্ধ মাদক চক্রের প্রতি নজরদারী করতে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নরসিংদীতে ইয়াবার চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জেলা গোয়েন্দা পুলিশের একটা টিমসহ নরসিংদী ভেলানগর এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা পুলিশ সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একজন সন্দেহভাজন নারীকে তল্লাশি করে। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন (সদর), অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ (সদর সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।