ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় ফিজিওলজিস্ট অধ্যাপক মুন্তাকিম চৌধুরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
করোনায় ফিজিওলজিস্ট অধ্যাপক মুন্তাকিম চৌধুরীর মৃত্যু

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। 

শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

দুপুরে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, মাগরিবের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরীকে দাফন করা হবে।  

তার মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এফডিএসআরের তথ্য মতে, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫৬১ জন চিকিৎসক। তাদের মধ্যে সুস্থ হয়েছেন আট শতাধিক।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
পিএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।