ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে হরিণের মাথাসহ মাংস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
সুন্দরবন থেকে হরিণের মাথাসহ মাংস উদ্ধার

বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন নদী থেকে হরিণের ১৫ কেজি মাংস, একটি মাথা, ও চারটি পা উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার (০৪ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় শিকারিদের ব্যবহৃত একটি নৌকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সকালে সুন্দরবনের করমজল ফাঁড়ি ও চিলার বিশেষ টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এসময় পশুর নদীতে একটি মাছধরা নৌকা দেখে সন্দেহ হলে টহলরত বনরক্ষীরা থামাতে বলেন। কিন্তু নৌকাটি না থামিয়ে তীরে ভিড়িয়ে নৌকায় থাকা তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে ওই নৌকায় হরিণের ১৫ কেজি মাংস, একটি মাথা ও চারটি পা পাওয়ায় যায়।  

তিনি আরো জানান, শিকারিরা বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা করা হয়েছে। আর উদ্ধারকৃত মাংস, মাথা ও পা আদালতের নির্দেশে কোরোসিন ঢেলে পুড়িয়ে ফেলা হয়েছে।
 
বাংলাদেশ  সময়: ১৪৩০ ঘণ্টা, ০৪ জুলাই, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।