ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৭

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জুন ২৩, ২০১০

বেনাপোল: বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে শিশু ও মহিলাসহ সাত জনকে আটক করেছে বিডিআর।  

বেনাপোল বিডিআর সুবেদার আবুল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গোপন সংবাদ পেয়ে বিডিআরের সদস্যরা সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে।

এরমধ্যে দুই শিশু এবং দু’জন মহিলা রয়েছেন।

আটককৃতরা হলেন- স্বপ্না বিবি (৬), উজ্জল (১২), ফুলজান বিবি (৬০), নয়ন তারা (১৪), আলী হোসেন (১৭), আব্দুল মালেক (৬৫) ও আবু তাহের (৩০)।

এর মধ্যে স্বপ্না ও উজ্জ্বলের বাড়ি বেনাপোলের বড়আঁচড়া গ্রামে। অন্যদের বাড়ি শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে।
 
আটককৃত আলী হোসেন জানান, ভারতে আত্মীয়ের বাড়ি তারা বেড়াতে যাচ্ছিলেন।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৩, ২০১০
প্রতিনিধি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।