ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় ফের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চালু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ঢাকায় ফের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চালু 

ঢাকা: করোনার কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবার ঢাকায় ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।

শুক্রবার (৩ জুলাই) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪০ মিনিট পর রাত ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে তিন মাস এ রুটে ফ্লাইট শুরু করল উড়োজাহাজ সংস্থাটি।  

বাংলাদেশে করোনাকালে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার অ্যারাবিয়া অন্যতম। এর আগে ঢাকায় ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্স। তবে ৩ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করার কথা থাকলেও ২ জুলাই হঠাৎ করে ঢাকায় ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ