ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে বন্যার্তদের ৪২ লাখ টাকা দিলো রেড ক্রিসেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
কুড়িগ্রামে বন্যার্তদের ৪২ লাখ টাকা দিলো রেড ক্রিসেন্ট

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার বন্যা কবলিত এলাকায় ৯৩৪ পরিবারের মাঝে নগদ ৪২ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও চিলমারী সরকারি কলেজ মাঠে পৃথকভাবে জনপ্রতি নগদ ৪ হাজার ৫শ’ টাকা করে মোট ৪২ লাখ টাকা বিতরণ করে রেড ক্রিসেন্ট।  

বন্যার্তদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. জাফর আলী।

অন্যদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সম্পাদক মো. আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী কর্মকতা এ ডব্লিউ এম রায়হান শাহ্, আব্দুল কুদ্দুছ সরকার, কাজিউল ইসলাম, রেজাউল করিম লিচু, আজগার আলী সরকার, গয়ছল হক মণ্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্মকর্তা এ বি এম বায়েজীদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদশে সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এফইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।