ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে পথশিশুদের মধ্যে খাবার-মাস্ক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
চাঁদপুরে পথশিশুদের মধ্যে খাবার-মাস্ক বিতরণ

চাঁদপুর: করোনা পরিস্তিতির কারণে ভালো খাবার থেকে বঞ্চিত পথশিশুরা। নিজস্ব অর্থায়নে তাদের জন্য একবেলা খাবার নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্রদের সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা শহরের বিভিন্ন এলাকার ২৫০ পথশিশুদের মধ্যে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।  

শহরটির হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ আয়োজন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।  

এসময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আসফাক সফিক, সহ-সভাপতি হাসান পলাশ, আরফিন হানিফ, গাজী রিয়াদ, যগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন মিরাজসহ সদস্যরা উপস্থিত ছিলেন।  

পথশিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এই সংগঠনের প্রথম কার্যক্রম শুরু হলো। সম্প্রতি সময়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।