ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন (২২) ও জীবন মিয়া (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মোহনের বাবা ইসমাইল হোসেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মাছিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন (২২) ও শিবলু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)।

তারা দু’জনে সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে  বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যায় ইসমাইল হোসেন ও তার ছেলে মোহন। এসময় কাটা গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়লে গাছটি সরাতে গিয়ে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা দেখে তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন।  

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তিনজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোহন ও জীবনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসমাইল হোসেনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।