ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে নিহত ১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
রায়গঞ্জে অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে নিহত ১  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ওমর আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।   

শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৩টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুজন জানান, বগুড়া থেকে অ্যাম্বুলেন্সে করে সরিষাবাড়ি এলাকার পাঁচ যাত্রী বাড়ি যাচ্ছিলেন। পথে ঘুড়কা বেলতলা এলাকায় পৌঁছার পর  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি পুকুরে পড়ে যায়। এতে পাঁচ যাত্রীসহ অ্যাম্বুলেন্সটি পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুরে ডুবন্ত অবস্থায় ওমর আলীর মরদেহ উদ্ধার করে।  

এছাড়া আরও চার যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।