ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪ দিন বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
৪ দিন বন্ধ থাকবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সেতু

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কে কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোর ৬টা থেকে মেরামতের জন্য সেতুটি বন্ধ রাখে সড়ক ও জনপথ (সওজ) সিলেট। 

আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে। এসময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।

সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামত কাজ করার জন্য শুক্রবার ভোর থেকে বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রিতেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ চলাকালে সেতু দু’টির উপর দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃষ্টিপাত না হলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।