ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে আলমসাধু উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
ঝিনাইদহে আলমসাধু উল্টে চালক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু (থ্রি-হুইলার) উল্টে এর চালক রইচ উদ্দিন (৪১) নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জুলাই) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ উদ্দিন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে আলমসাধু নিয়ে শাখারীদহ গ্রাম থেকে মাছ আনতে ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন রইচ উদ্দিন। পথে হলিধানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।