ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জুলাই) ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়াপাড়া মৎস্যঘাটে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আবুল কাশেম মহেষখালীয়াপাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

 

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি বন্দুক, ছয় রাউন্ড কার্টুজ ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় করে ইয়াবার চালান বাংলাদেশে ঢুকবে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ